Sunday, April 11, 2021

গুগল ক্লাস রুম

কোভিড-১৯ এর কারণে আজ অনেকটাই থেমে গেছে আমাদের পৃথিবী।তাই বলে কী আমাদের পড়াশোনাও থেমে যাবে!,তা হবে না।এখনই সময় তথ্যপ্রযুক্তি কে শিক্ষাক্ষেত্রে কাজে লাগানোর।ইতিমধ্যে আমাদের স্কুল-কলেজগুলো অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে, এক্ষেত্রে তাঁরা ব্যাবহার করছে এমন কিছু অ্যাপস,যা তৈরি হয়েছে শুধুমাত্র অনলাইন মিটিং করার জন্য; ক্লাস করার জন্য নয়।


অথচ অনলাইন ক্লাস করার জন্য রয়েছে বিশেষ কিছু অ্যাপস,যা তৈরি করা হয়েছে শুধুমাত্র শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য। এমন একটি চমৎকার অ্যান্ড্রোয়েড অ্যাপ হচ্ছে 'গুগল ক্লাস রুম'। যদিও প্রথমদিকে 'গুগল ক্লাস রুম' শুধুমাত্র ডেস্কটপের জন্য তৈরি করা হয়েছিল।তবে বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে সকল ডিভাইসের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

গুগল ক্লাস রুম


'গুগল ক্লাস রুম' হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের তৈরি এমন একটি অ্যাপ যার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা বিনামূল্যে আধুনিক ফিচার যুক্ত অ্যাপের মাধ্যমে তাদের অনলাইন ক্লাস করতে পারবে।


গুগল ক্লাস রুম-এর মাধ্যমে ক্লাস করতে হলে শিক্ষার্থীদের কে নির্দিষ্ট গোপন কোড দিয়ে প্রবেশ করতে হয়।ফলে বাইরের কেউ চাইলেই সে সেই ক্লাসে প্রবেশ করতে পারে না এবং শিক্ষার্থীদের মতামত শেয়ার করার জন্য রয়েছে ‘জ্যামবোর্ড’।


গুগল ক্লাস রুম-এর অন্যতম সুবিধা হলো এই অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা যেকোন ফাইল অথবা যেকোন ধরনের ফ্যারমেটে ফাইল আপলোড বা শেয়ার করতে পারবে।এই সুযোগটি ব্যাবহার করে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট শিক্ষকের কাছে জমা দিতে পারে।এমনকি অ্যাসাইনমেন্টের জন্য গুগল ফরম,গুগল ড্রাইভ এবং ইউটিউব ভিডিও যুক্ত করার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাসাইনমেন্ট জমা বা গ্রেড দেওয়ার মতো বিষয়গুলোতেও সাহায্য করে এই অ্যাপটি।


অ্যাপটিতে খুব চমৎকার কয়েকটি টুল রয়েছে যার মাধ্যমে আর্ট ক্লাসের জন্য ড্রয়িং, সামাজিক শিক্ষার জন্য ফ্যামেলি ট্রি এছাড়াও বৈজ্ঞানিক গবেষণার জন্য ডায়াগ্রাম এবং তার ফলাফল শিক্ষার্থীরা পাঠাতে পারবে। গুগল ক্লাস রুম-এর বিশেষ একটি ফিচার হলো 'স্টুডেন্ট এনগেজমেন্ট মেট্রিক্স’,যার মাধ্যমে কোনো শিক্ষার্থী ক্লাসে কতটা মনোযোগী বা সক্রীয় রয়েছে তা ট্র্যাক করা যায়।


অসাধারণ এই অ্যাপটি অ্যান্ড্রোয়েড-এর জন্য পাওয়া যাবে 'গুগল প্লে স্টোরে'।

প্রোগ্রামিং ভালোবাসি আর ধর্মকে সাথে করে বাঁচতে চাই।অন্যায় আর অধর্মকে ঘৃণা করি।বইয়ের সাথে আমার প্রচুর ভাব। আমার প্রফেশনাল পরিচয় হলো "কম্পিউটারের পোকা"।

1 comment:

  1. আমিও ব্যাবহার করেছি

    ReplyDelete