Saturday, March 27, 2021

ওয়েবসাইট কী?

ইন্টারনেট আবিষ্কারের পর যখন একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে তখন মানুষ তৈরি করল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে নিজের তথ্য অন্যোর কাছে তুলে ধরা যায়,যাকে এককথায় বলা হয় ওয়েবসাইট বা সাইট।

বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল
                       বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল


একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে,যাকে বলা হয় ওয়েব পেজ।ওয়েব পেজ এর বাংলা অর্থ দাঁড়ায় পৃষ্ঠা। অর্থাৎ অনেক গুলো ওয়েবপেজ বা পৃষ্ঠার সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়।


আসলে ওয়েব পেজ বা পৃষ্ঠা‌ একটি HTML ডকুমেন্ট যা HTML (Hyper Text Markup Language) ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে তৈরি করা হয়। তারপর HTTP (Hyper Text Transfer Protocol) প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। তারপরই একজন ভিজিটর সেই ওয়েবসাইটটি ব্রাউজারে দেখতে পায়।একটি ওয়েবপেজের সমষ্টিকে তখনই পরিপূর্ণ ওয়েবসাইট বলা হয় যখন সেটি অন্যরা ব্যাবহার করতে পারে।তাই ওয়েবপেজগুলো ডিজাইন করার পর সেগুলো একটি ওয়েব সার্ভারে রেখে দিতে হয়,যাকে সহজভাবে হোস্টিং বলা হয়। সাধারণত ওয়েব ডেভেলপারগণ ওয়েব পেজগুলো ওয়েব সার্ভারে রেখে দেওয়ার জন্য কোনো একটি প্রতিষ্ঠান থেকে হোস্টিং কিনে থাকে।

হোস্টিং এর প্রতিকী ছবি


ওয়েবসাইটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার এড্রেস বা ওয়েব এড্রেস। ওয়েব হোস্টিং কেনার সাথেই একটি ডোমেইন দেওয়া হয়। হোস্টিং এর প্রকারভেদে ডোমেইন এর সংখ্যাও বেশি হতে পারে।


ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের নাম যা বিশ্বব্যাপী জাল বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) এর সাথে সংযুক্ত থাকে।যেমনঃ আমার ওয়েবসাইট রুদ্রর টেক নোট-এর ওয়েব এড্রেস হচ্ছে www.rodro.site এখানে .site হচ্ছে একটি ডোমেইন বা ঠিকানা। 

ডোমেইন


এভাবেই কয়েকটি ওয়েব পেজ গুলো ওয়েব সার্ভার থেকে ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়, তারপর সেই ওয়েব পেজগুলো ব্রাউজারে ওয়েবসাইট হিসেবে প্রদর্শিত হয়।

নাসার ওয়েবসাইট
                                  নাসার ওয়েবসাইট


প্রোগ্রামিং ভালোবাসি আর ধর্মকে সাথে করে বাঁচতে চাই।অন্যায় আর অধর্মকে ঘৃণা করি।বইয়ের সাথে আমার প্রচুর ভাব। আমার প্রফেশনাল পরিচয় হলো "কম্পিউটারের পোকা"।

0 Comments: