Monday, March 29, 2021

কীভাবে কাজ করে ভিপিএন

ভিপিএন

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিপিএন (Virtual Private Network-VPN)। ভিপিএন মূলত একটি ব্যাক্তিগত নেটওয়ার্ক যা ব্যাবহারকারী ও প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করে দেয়।এটি অনেকটাই সুড়ঙ্গের মতো কাজ করে।ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যাবহারকারীকে থ্রোট করতে পারে না।আসলে থ্রোট বিষয়টা হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অনেক ওয়েবসাইট ব্লক করে রাখে।যার কারণে ব্যাবহারকারীগণ ব্লক করা ওয়েব সাইটগুলো ব্রাউজ করতে পারে না।


তবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যাবহার করে খুব সহজেই সেই ওয়েব সাইটগুলো ব্রাউজ করা সম্ভব।


ধরো যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট বাংলাদেশে ব্লক করে দেওয়া হয়েছে কিন্তু তুমি ওই ওয়েবসাইট টি ব্রাউজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি এমন একটি দেশে চলে যেতে হবে যেই দেশে উক্ত ওয়েবসাইটটি ব্লক করা নয়। কিন্তু তা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না,তবে সেক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন।ভিপিএন তোমাকে তাদের সার্ভারের মাধ্যমে তোমাকে একটি ভার্চুয়াল লোকেশন প্রদান করবে।

কীভাবে ভিপিএন কাজ করে


অ্যান্ড্রোয়েডের জন্য বিভিন্ন ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে।তবে ব্যাবহারকারীদের সংখ্যা, রিভিউ,রেটিং ও বিশ্বাসযোগ্যতার ওপর দুইটি ভিপিএন অ্যাপ্লিকেশন বেশ সাড়া ফেলেছে। এগুলো হলোঃ Hotspot Sheild ও NordVPN(ক্রোম এক্সটেনশন)।


যদি প্রশ্ন হয় ভিপিএন আসলে কতটা নিরাপদ? তাহলে এর উত্তর হবে ইন্টারনেট জগতে নিরাপত্তার ব্যাপারটি দুর্বোধ্য। কারণ ইন্টারনেটে কোন তথ্য প্রকাশ করার অর্থই হচ্ছে ওই তথ্যটি আর গোপন নয়,এটি এখন ইন্টারনেটের আন্তর্জালে ছড়িয়ে গেছে।

প্রোগ্রামিং ভালোবাসি আর ধর্মকে সাথে করে বাঁচতে চাই।অন্যায় আর অধর্মকে ঘৃণা করি।বইয়ের সাথে আমার প্রচুর ভাব। আমার প্রফেশনাল পরিচয় হলো "কম্পিউটারের পোকা"।

1 comment: