Wednesday, February 3, 2021

লাইফাই প্রযুক্তিঃ এবার বাল্ব হবে রাউটার

Li-Fi


ভাবতো যদি এমন হতো একটি বাতির আলোয় দাঁড়িয়েই ইন্টারনেট চালানো যেত। ভাবছ ধুর! এটা আবার সম্ভব নাকি।হ্যাঁ এটাই এখন সম্ভব। একটা সময় আমরা একটা বাতির নিচে দাঁড়িয়েই ইন্টারনেট চালাবো।

বিজ্ঞানী টমাস আলভা এডিসন
               চিত্রঃ বিজ্ঞানী টমাস আলভা এডিসন


বিজ্ঞানী টমাস আলভা এডিসন হয়তো ঘরের অন্ধকার দূর করতে ঘরে ঘরে জ্বেলে দিয়েছিলেন বাতি। তিনি হয়তো জানতেন না তার এই বাতি ব্যাবহার করেই একদিন পৃথিবীর মানুষ তারবিহীন তথ্য আদান প্রদান করবে।তাও আবার সর্বোচ্চ গতিতে। জার্মান প্রকৃতি বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস সর্বপ্রথম এই প্রযুক্তির উদ্ভাবন করেন। তিনি এই প্রযুক্তির নাম দেন Li-Fi যার পূর্ণরূপ হলো লাইট ফিডেলিটি।যেখানে LED অর্থাৎ লাইট এমিটিং ডায়োড বাল্বকে রাউটার হিসেবে ব্যবহার করা হয়।এই বৈপ্লবিক প্রযুক্তি তারবিহীন Wi-Fi (Wireless fidelity)নেটওয়ার্কের চেয়েও ১০০গুণ দ্রুতগতিতে তথ্যের আদান প্রদান করবে। আসলে এই প্রযুক্তি Visual Light Communication (VLC) ধারণার ওপর কাজ করে।WI-FI প্রযুক্তি রেডিও তরঙ্গ নির্ভর, আর LI-FI প্রযুক্তি দৃশ্যমান আলোক তরঙ্গ নির্ভর।

Li-Fi Module's
                         চিত্রঃ লাই-ফাই মডিউল

                      

ভাবতে অবাক লাগে শুধুমাত্র একটি LED বাল্বকে ছোট মাইক্রোচিপ লাগিয়ে রাউটার হিসেবে ব্যবহার করা সম্ভব। গবেষণায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যাবহার করে প্রতি সেকেন্ডে প্রায় ২২৪ গিগাবাইট পর্যন্ত তথ্য আদান প্রদান করা যায়, যেখানে তারবিহীন Wi-Fi নেটওয়ার্কের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ মেগাবাইট।তার থেকেও বড় কথা হলো এটি বাজারে আসলে Wi-Fi এর চেয়েও সহজলভ্য হবে।ফলে তাড়াতাড়ি জনপ্রিয়তায় ওয়াইফাইকে ছাড়িয়ে যাবে লাইফাই।


এই প্রযুক্তিতে দৃশ্যমান আলোক তরঙ্গকে তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ফলে আলো যেমন দেওয়ালের ওপাশে যেতে পারে না ঠিক তেমনি নেটওয়ার্কও দেওয়ালের ওপাশে যেতে পারে না। ফলে কেউ চাইলেই তোমার নেটওয়ার্কের এক্সেস নিতে পারবে না।এটি LAN অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

LED Light
                        চিত্রঃ একটি LED বাল্ব

সত্যিই তথ্যপ্রযুক্তি আমাদের হাতের মুঠোয় সকল কিছু এনে দিয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো স্মার্টফোন আর ট্যাবলেটগুলোতে আগে থেকেই Li-Fi লাগানো থাকবে।আশা করা যায় আগামী ১০ বছরের মধ্যে আমাদের দেশে Li-Fi এর ব্যাবহার পুরোদমে শুরু হয়ে যাবে। যাইহোক লাই ফাই যে ওয়াইফাই কে ছাড়িয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

প্রোগ্রামিং ভালোবাসি আর ধর্মকে সাথে করে বাঁচতে চাই।অন্যায় আর অধর্মকে ঘৃণা করি।বইয়ের সাথে আমার প্রচুর ভাব। আমার প্রফেশনাল পরিচয় হলো "কম্পিউটারের পোকা"।

2 comments: